শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : বাহুবলে ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত পশুর হাটে চোরাইকৃত গরু-ছাগল রোধে পুলিশ টহল জোরদার করণ, জাল নোটের ব্যবহার, অতিরিক্ত হাসিল আদায় ও রাস্তা-ঘাটে চুরি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের  সিদ্ধান্ত হয়েছে। বুধবার (০৭ আগষ্ট) সকাল ১১টায় বাহুবল অফিসার্স ক্লাবে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় উক্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেন, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হেলালুর রহমান, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, শামছুদ্দিন তারা মিয়া, প্যানেল চেয়ারম্যান এখলাছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, মিরপুর দাখিল মাদ্রাসার সুপার আলাউদ্দিন, আনসার ভিডিপি ইন্সটাক্টর অসিম কুমার প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com