মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
আজিজুল হক সেলিম/সোহেল আহমেদ, বাহুবল (হবিগঞ্জ) থেকে : ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাহুবল মডেল প্রেস ক্লাব। বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল ১১টায় প্রেস ক্লাব কার্যালয়ের সামনে ও সাব-রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গণে মশক নিধন ঔষধ ছিটিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর। পরে সাধারণ সম্পাদক এম. শাছুদ্দিন পরিচালনায় উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গণে ময়লা আবর্জনা পুড়িয়ে ফেলা হচ্ছে
এসময় ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম মনি, এম. সাজিদুর রহমান, ক্লাবের সহ সভাপতি সাইফুর রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মজিদ তালুকদার, অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম, ক্রীড়া সম্পাদক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, প্রচার সম্পাদক সোহেল আহমেদ, সদস্য সামিউল ইসলাম, আজিজুল হক সেলিম, মঈনুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে নূরুল ইসলাম নূর বলেন, আমাদের নিজ নিজ অফিস এবং বাসার ড্রেন, জলাশয়, ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করতে হবে। এছাড়া ডেঙ্গু রোগের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, ডেঙ্গ জ্বরের কারণে সারাদেশে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে যদি সঠিক সময়ে সঠিক উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে অচিরেই রাজধানীর মত সারাদেশে এই রোগ মহামারী আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।