বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন

নবীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বিবিয়ানা গ্যাস ফিল্ড সংলগ্ন ক্ষেতরা বিলে পাঁচ মৌজা যুব সংঘের উদ্যোগে করিমপুর দ্বিতীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।

শনিবার দুপুর থেকে নৌকা বাইচ দেখতে নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার হাজার হাজার দর্শক বৃষ্টি রোদ উপেক্ষা করে ক্ষেতরা বিলে তীরে জড়ো হয়। আকর্ষনীয় তুমুল এ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে আসা মোট ৭টি নৌকা অংশ নেয়।

প্রতিযোগিতার ফাইনালে তিলক সারপাড়া গ্রামের উড়াল পবন প্রথম, জগন্নাথপুর উপজেলার শাহ কুতুব উদ্দিন ২য়, আলাগদি গ্রামের সোনার বাংলা ৩য় ও বাগাউড়া গ্রামের পন্কীরাজ ৪র্থ হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে পূরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আলী হায়দার আলমগীর। প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম।

বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইনাতগঞ্জ উইনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল কাদির, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীয়া সম্পাদক আমিনুর রমান স্বপন। সার্বিক সহযোগিতায় ছিলেন রিপন ও খালেদ মোশাররফ।

পরে প্রধান অতিথিবৃন্দ প্রথম বিজয়ীকে সোনার নৌকা, ২য় বজয়ীকে এল ইডি টেলিভিশন, ৩য় বিজয়ী মোবাইল ফোন, ৪র্থ বিজয়ীর হাতে বড় টেবিল ফ্যান তুলে দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com