শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে দুই জুয়াড়ির কারাদন্ড

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে দুই জুয়াড়িকে এক মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট আয়েশা হক এর নেতৃত্বে আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রামের ফুল মিয়ার ছেলে কাশেম (২১) ও বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামের জামান উল্লার ছেলে ফয়সল মিয়া (২২)।

জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নন্দনপুর বাজারের পাশে জুয়া খেলার আসর বসেছে এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে খেলার সরঞ্জামাদীসহ কাশেম ও ফয়সল মিয়া নামে দুই জুয়াড়িকে আটক করেন। এ সময় আরেক জুয়াড়ি পালিয়ে যায়।

পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃতদের একমাস করে কারাদন্ড প্রদান করেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com