শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে ৪টি ড্রেজার মেশিন ধ্বংস, অটোরিক্সা স্ট্যান্ডকে জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস ও সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড কমিটিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার হিলালপুর ও পুটিজুরী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ধ্বংস ও জরিমানা আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, তহশিলদার পুটিজুরী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার, প্যানেল চেয়ারম্যান, স্থানীয় মেম্বার, গ্রামপুলিশ ও আনসার সদস্যরা।

পরে উপজেলা নির্বাহী অফিসার ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধভাবে সিএনজি অটোরিক্সা পার্কিং করে রাখার দায়ে পুটিজুরী-স্নানঘাট আঞ্চলিক স্ট্যান্ড কমিটিকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া পুটিজুরী বাজারে অবৈধ স্থাপনাগুলি নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার তাগিদ দিয়েছি। আগামি রবিবারে মধ্যে স্বেচ্ছায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে পরে যে কোনদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপনাগুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com