শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১১:২০ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক: জামিন পেলে কারাবন্দি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশীদ। দেড় বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি খালেদা জিয়াকে আজ মঙ্গলবার (১ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে দেখে আসার পর তিনি এ মন্তব্য করেন। কারা হেফাজতে বর্তমানে এই হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
হারুন সাংবাদিকদের বলেন, উনার জন্য দ্রুত বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দরকার। এজন্য বিদেশে চিকিৎসা দরকার। সরকারের প্রতি আহ্বান জানাব, বাস্তবিকই উনার জামিন পাওয়ার যে নৈতিক অধিকার, সেই অধিকার থেকে তাকে যেন বঞ্চিত করা না হয়।
খালেদা জিয়াকে হাসপাতাল থেকে দেখে আসার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশীদ।
খালেদা জিয়াকে হাসপাতাল থেকে দেখে আসার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশীদ
বিএনপির আরও দুই সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ও আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে মঙ্গলবার বিকাল ৪টার দিকে বিএসএমএমইউর কেবিন ব্লকে খালেদা জিয়াকে দেখতে যান হারুন। দলীয়প্রধানের সঙ্গে তারা প্রায় এক ঘণ্টা সময় কাটান।
জামিন পেলে বিএনপি চেয়ারপারসন বিদেশে চিকিৎসার জন্য যেতে চান কি না- এ প্রশ্নে হারুনুর রশীদ বলেন, চিকিৎসার সুযোগ পেলে অবশ্যই বিদেশ যাবেন তিনি। আজ জামিন পেলে কালই বিদেশ যাবেন। ওবায়দুল কাদের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) অসুস্থ হয়েছেন, তাকে সিঙ্গাপুর নেয়া হলো। আজকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে কেন এই চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে?