মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা: চুনারুঘাট উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়েছে চুনারুঘাট সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী জুনায়েদ আল-আমীনকে। তিনি বাহুবল উপজেলার ইসলামাবাদ আবাসিক এলাকার বাসিন্দা।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে নির্বাচিত শিক্ষক-শিক্ষাথীদের পুরষ্কার প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সামছুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লষ্কর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তৈয়ব আলী মহালদার।
অনুষ্ঠানে কলেজ পর্যায়ে চুনারুঘাট সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক বাহুবলের কৃতিসন্তান কাজী জুনায়েদ আল-আমীন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পদক গ্রহণ করেন। পরবর্তীতে তিনি জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।