মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নতুন আইজিপি বাহারুল আলম সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কুমিল্লায় বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত-৩

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় তিনটি বাস ও একটি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে মহাসড়কের সদর দক্ষিণ মডেল থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ওইদিন বিকেলে সদর দক্ষিণ মডেল থানার সামনে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সাথে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গতি নিয়ন্ত্রণ করতে না পেরে শান্তি পরিবহনের একটি বাস এবং শাপলা পরিবহনের অপর আরেকটি বাস এসে হানিফ বাসের উপর আছড়ে পরে। এতে ঘটনাস্থলেই কুমিল্লা মহানগরীর বাগিচাগাঁও এলাকার আবদুল মান্নানের ছেলে সাজেদুর রহমান সান্টু (৩৮) এবং বারুইয়েরহাট এলাকার সলিমুল্লার ছেলে রহিম মানিক (৪০) নিহত হন। আহত হন অন্তত ২০ জন বাসযাত্রী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যান। তবে নিহত অপর ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুনুর রশিদ জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com