রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বড়চর নামক স্থানে ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা এক স্কুলছাত্র নিহত হয়েছে। এছাড়াও আরও দুই স্কুলছাত্র আহত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে শায়েস্তাগঞ্জ রেল জংশনের পশ্চিম দিকে আউটার সিগনালের অদূরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত স্কুল ছাত্র উপজেলার নছরতপুর গ্রামের অটোরিকশা চালক সেলিম মিয়ার ছেলে ও শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র সোহাগ মিয়া (৭)।
আহতরা একই গ্রামের কামাল মিয়ার ছেলে সামি (৭) ও আলমগীর মিয়ার ছেলে সায়েম (৭)। তাদেরকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে মুমূর্ষ অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে।
হতাহত শিক্ষার্থীরা শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নছরতপুর থেকে তিনজন স্কুলছাত্র নিয়ে একটি অটোরিকশা ইসলামী একাডেমিতে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের পশ্চিম বড়চর নামক স্থানে হাইওয়ে পুলিশের টহল দেখে চালক গাড়ি আটকের ভয়ে ঘুরিয়ে রেলক্রসিং পাড় হয়ে যাবার চেষ্টা করছিল। এ সময় সিলেটগামী একটি লোকাল ট্রেন রেলক্রসিংয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র সোহাগ নিহত হয়। বাকীদের স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে গ্রামবাসী ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে যান চলাচল বন্ধ করে দেয় এবং বিক্ষোভ করে।
গ্রামবাসীর অভিযোগ, অটোরিকশাটি স্কুল ছাত্রদের নিয়ে মহাসড়ক দিয়ে যেতে পারলে আজকে এই দুর্ঘটনাটি হত না।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।