শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে বালুর গর্তে পড়ে শিশুর মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে বালুর গভীর গর্তে পড়ে সিয়াম আহমেদ (৮) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বেলা ১টার দিকে উপজেলার হিলালপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত শিশু উপজেলার শংকরপুর গ্রামের এখলাছ মিয়ার পুত্র।

জানা যায়, সম্প্রতি ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলন করে হিলালপুর গ্রামের কিছু বালু ব্যাবসায়ী। বালু উত্তোলনের ফলে কৃষি জমিগুলোতে মাঝে মাঝে গভীর গর্তের সৃষ্টি হয়।

বুধবার দুপুরে সিয়াম আহমেদ সহপাঠিদের সাথে মাঠে খেলা করতে গিয়ে হঠাৎ পা ফসকে একটি গভীর গর্তে পড়ে গিয়ে পানির নিছে কাদায় আটকা পড়ে যায়। সাথে সাথে সহপাঠি অন্যান্য শিশুরা সিয়ামের মামার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা স্থানীয় লোকজনকে নিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর বালুর গভীর গর্ত থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। সিয়াম দীর্ঘদিন যাবৎ তার মায়ের সাথে মামার বাড়ি হিলালপুর গ্রামে বসবাস করে আসছিল।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সাথেসাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com