বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে গলায় ফাঁস দিয়ে তামান্না আক্তার (১৩) নামে এক কিশোরীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের ছিকোনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই কিশোরী পাশ্ববর্তী বরুড়া উপজেলার দক্ষিণ ঘোষপা গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে জন্মের পর থেকেই নানার বাড়িতে থেকে বড় হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল বিকেল প্রায় ৪টার দিকে নানা-নানীর অগোচরে ঘরের সিলিংয়ের সাথে ওড়না ঝুঁলিয়ে গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশের এসআই গোবিন্দ কুমার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে।
লাকসাম থানা পুলিশের ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে আত্মহত্যা করেছে এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর মুল রহস্য জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।