শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় শ্রীমঙ্গলে পালিত হয়েছে সচেতনতামূলক মহড়া ও বর্নাঢ্য র্যালি।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর জোনাল অফিসের স্টেশন অফিসার মোঃ আজিজুল হক রাজনের সভাপতিত্বে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
এসময় অনুষ্ঠিত আলোচনা সভা ও মহড়ায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
আলোচনায় শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের সঠিক সময়ে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ভুমিকা রাখায় ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়ে অগ্নি নির্বাপক পদর্শনী ও জনসচেতনতায় মোটর যান ও যান্ত্রিক বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
এর পরে ফায়ার সার্ভিসের সকল যানবাহন অগ্নিনির্বাপক যন্ত্রাংশ নিয়ে একটি সুসজ্জিত র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন ডিফেন্সের সদস্যরা।