রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : পেয়াজের লাগাতার মূল্য বৃদ্ধিতে লাগাম টানতে কার্গো বিমানে তুরস্ক, মিসর, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত থেকে জরুরি ভিত্তিতে সরকারি-বেসরকারিভাবে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।
রাষ্ট্রায়ত্ত সংস্থা টিসিবি ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে পেঁয়াজ আমদানির আনুষ্ঠানিকতা শেষের দিকে। অল্প সময়ের মধ্যে এসব পেঁয়াজ বাজারে সরবরাহ করা হবে বলে জানা যায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রপথে পেঁয়াজের বড় চালান বাংলাদেশে আসার পথে রয়েছে। শিগগিরই তা বাংলাদেশে এসে পৌঁছাবে।
এছাড়াও সম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুলের কারণে টেকনাফ স্থলবন্দর, চট্টগ্রাম সমুদ্রবন্দরসহ বিভিন্ন স্থানে পেঁয়াজ পরিবহনে কয়েকদিনের জন্য সমস্যা হয়েছিল।
বাণিজ্য মন্ত্রণালয় হতে এ পরিস্থিতি মোকাবেলার জন্য জরুরি ভিত্তিতে উল্লেখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খুব কম সময়ের মধ্যে পর্যাপ্ত পেঁয়াজ বাজারে চলে আসবে এবং মূল্য স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।