রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন
রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : মহানবী হযরত মুহাম্মাদ সা: শেষ নবী হিসেবে অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দাবিতে বানিয়াচংয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭নভেম্বর) আছর নামাজের পর বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন অফিসের সামনে সর্বস্তরের আলেম-ওলামাদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তারা বলেন, মহানবীকে শেষ নবী হিসেবে অস্বীকারকারী কাদিয়ানি সম্প্রদায় কাফের। তারা মুসলিম নাম ধারণ করে এবং মুসলমানদের ধর্মীয় পরিভাষা ধারণ করে সাধারণ মুসলমানদের সঙ্গে প্রতারণা করছে। ৯০ ভাগ মুসলমানের দেশে খতমে নবুওয়াত অস্বীকারকারী কাদিয়ানি প্রতারকদের কার্যক্রম চলতে পারে না। অনতিবিলম্বে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা করতে হবে।
সমাবেশে বক্তারা আরো বলেন, মুসলিম সরকারের দায়িত্ব শিগগিরই নবীর দুশমন কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা। পাশাপাশি প্রাণ আরএফএল’র সকল ধরণের পণ্য বর্জন করারও ঘোষণা দেন বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন-মাওলান মখলিছুর রহমান, মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা ইকবাল হোসেন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মুফতি আহমদ আলী, মাওলানা বশির আহমেদ, মুফতি আইন উদ্দিন, মাওলানা মোবাশ্বির আহমেদ ও মাওলান আবুবকর।
প্রতিবাদ সভায় সর্বস্তরের আলেম-ওলামা ছাড়াও বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।