শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

বাহুবলে ইজিবাইক উল্টে নিহত ১, আহত ৮

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবলে ব্যাটারী চালিত ইজিবাইক উল্টে সুভাষ নন্দী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আহত হয়েছেন আরো ৮ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসাপতালে প্রেরণ করেছেন স্থানীয় লোকজন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোররাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় সুভাষ নন্দি মৃত্যুবরণ করেন।

নিহত সুভাষ উপজেলার মিরপুর ইউনিয়নের ঘাঘড়া প্রকশিত রাউদগাঁও গ্রামের বাসিন্দা।

জানা যায়, সোমবার বেলা ২টার দিকে উপজেলার রাউদগাঁও গ্রাম থেকে ব্যাটারী চালিত ইজিবাইক দিয়ে নারী পুরুষ মিলে ৯ জন যাত্রী নিয়ে মিরপুর আসছিল একই ইউনিয়নের ভূগলী গ্রামের জলিল মিয়ার ছেলে চালক লাল মিয়া। পথিমধ্যে মিরপুর এলাকার বেদে পল্লীর সামনে আসলে ইজিবাইকটি উল্টে যায়।

তাৎক্ষনিক স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাহবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসাপাতালে প্রেরণ করেন। গুরুতর আহত সুভাষ নন্দীকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে মারা যান তিনি। অন্যান্য আহত লোকদের পরিচয় জানা সম্ভব হয়নি।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শুনে নিহতের বাড়িতে পুলিশ পাঠিয়েছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com