শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

লবনের মূল্য বেশি রাখায় ৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের সদর উপজেলার রাজনগর এলাকায় এক কেজি লবনের মূল্য ১১০ টাকা রাখায় জালালাবাদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিদপ্তরের একটি টিম রাজনগরের এতিমখান রোডের জালালাবাদ স্টোরে অভিযান চালায়।

এসময় প্রতি পেকেট আধা কেজি লবনের দাম ৫৫ টাকা করে বিক্রি করা হচ্ছিল বলে স্বীকার করেন দোকানের মালিক রিমন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা ৪০ অনুসারে এসময় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে বাহুবল উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে অধিদপ্তর। মঙ্গলবার সকালে বাহবল বাজারে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির অপরাধে তন্বী স্টোরকে দুই হাজার টাকা এবং তাহমিদ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মিরপুর বাজারে অভিযান চালিয়ে একই অপরাধে মের্সাস রহিম স্টোরকে আরো ২ হাজার টাকা জরিমানা আরোপ করে অধিদপ্তর।

এদিন বাজারে পেয়াজ সংকট কাটাতে অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিেিত প্রতি কেজি ৮০ টাকা মূল্যে অবৈধ গুদামজাতকৃত পেয়াজ জনসাধারণের কাছে বিক্রি করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এএসআই সাইদের নেতৃত্বে বাহুবল থানা পুলিশের একটি টিম।

এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। বাজার স্থিতিশীল রাখারা স্বার্থে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com