শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

ছাতকে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ জেলার ছাতকের গোবিন্দগঞ্জে উচ্ছেদ অভিযানের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে অবৈধভাবে গড়ে উঠা ৩ শতাধিক স্থায়ী-অস্থায়ী স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত গোবিন্দগঞ্জ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সুনামগঞ্জ জেলা ও ছাতক উপজেলার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ পয়েন্ট ও গোবিন্দগঞ্জ-ছাতক সড়কের উভয় পার্শ্বে গড়ে উঠা এসব স্থাপনা বোল ডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। ছাতক-গোবিন্দগঞ্জ ও সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রশস্তকণের লক্ষ্য সরকারী ভূমি থেকে দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে।

এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের উপ সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম। এসময় সুনামগঞ্জ ও ছাতক থানার বিপুল পরিমাণ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com