শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

কুমিল্লায় ট্রাক্টরের লাঙ্গলে পেঁচিয়ে কিশোর নিহত

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ট্রাক্টরের লাঙ্গলে পেঁচিয়ে তাওহিদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ দুঘর্টনা ঘটে।

নিহত কিশোর উপজেলার বারপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামের গ্রামের মো. বারেক খানের ছেলে।

নিহতের বড়বোন নাছরিন আক্তার জানান, সকালে দেওয়ান বাড়ির মতিন মিয়ার ছেলে ট্রাক্টর চালক জালাল দেওয়ান আমার ভাইকে ডেকে নেয়। একটু পরেই এসে তোর ভাই লাঙ্গলে পেঁচিয়ে গেছে বলে দৌড়ে পালিয়ে যায় সে (জালাল)।

প্রত্যক্ষদর্শী ওই গ্রামের ষাটোর্ধ আব্দুর রহমান খান জানান, আমি পাশের জমিতে কাজ করতে ছিলাম। ট্রাক্টর মালিক আলম আমাকে ডেকে নেয়, ট্রাক্টরের লাঙ্গলে পেঁচানো মৃত অবস্থায় তাওহীদকে বের করি এরপর আমি জ্ঞান হারাই, আর কিছু মনে নেই।

নিহতের মা মাকছুদা বেগম বলেন, চার মেয়ের পর কোন ছেলে না থাকায় আত্মীয়ের কাছ থেকে ৩দিন বয়সের তাওহিদকে এনে অভাবের সংসারে বড় করেছি। ৩ হাজার টাকা বেতনে জালাল (চালক) আমার ছেলেকে ট্রাক্টর চালানো শিখাবে বলে নেয়। আজ আমার সব শেষ হয়ে গেছে।

দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট নিয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com