আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: অনেক কষ্টের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশের ভু-খন্ড। আজকের বিজয় দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করি যাঁরা জীবনবাজী রেখে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন এবং জীবন দিয়েছেন সেই বীর সৈনিকদের। তাঁদের আত্মত্যাগে আজ আমাদের অর্জিত বিজয় স্বার্থক হয়েছে।
সেই সার্থকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশে যে উন্নয়ন অগ্রযাত্রা শুরু হয়েছে; তা আগামী দিনেও অব্যাহত থাকবে। আমরা উন্নয়নের লক্ষ্যস্থির করে এগিয়ে যাচ্ছি। আগামী দিনে বাংলাদেশ বিশ্বে একটি মর্যাদার আসনে বসবে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দেশ বিরোধীদের রুখে দিতে হবে। উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একাত্তরের মতো তারা আবারও ষড়যন্ত্র করতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
সোমবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
এদিকে বিজয় দিবসে সরকারি আধা-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অভিবাদন গ্রহণ করেন স্থানীয় সরকার মন্ত্রী। পরে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মনোজ্ঞ শরীরচর্চা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্লাহ এফসিএ, পৌর আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, কুমিল্লা জেলা পুলিশের এএসপি সার্কেল সাইফুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পড়শী সাহাসহ বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।