মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

ঢাকা উত্তরে তাবিথ, দক্ষিণে ইশরাক বিএনপির প্রার্থী

গুলশান কার্যালয়ে ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল (ডানে)।

তরফ নিউজ ডেস্ক : ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ উত্তর সিটিতে তাবিথ আউয়াল ও দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মেয়র পদে দুই প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যরা বৈঠকে বসে মেয়র পদে তিন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎ নেন। এ সময় লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে যুক্ত হয়ে দুই প্রার্থীকে পরামর্শ দেন।

মনোনয়ন বোর্ডে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দীন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সিটি উত্তরের জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, তাবিথ আউয়াল ও সিটি দক্ষিণের জন্য ইশরাক হোসেন সশরীরে উপস্থিত হয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তাবিথ আউয়াল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ইশরাক অবিভক্ত ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকার পুত্র।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাবিথ আউয়াল বলেন, নগরবাসীকে স্বস্তি দেয়ার জন্য কিছু পরিকল্পনা রয়েছে। বিশেষ করে মশা নিধন ও যানজট নিরসনে অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনা নেয়া হবে।

ইশরাক হোসেন বলেন, নগরবাসীকে সেবার করার সুযোগ চাই।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর (মঙ্গলবার), মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি (বৃহস্পতিবার)। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি (শুক্রবার)। ভোটগ্রহণ ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার)। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com