বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের উদ্যোগে শহরের প্রাণ কেন্দ চৌমুহনা চত্ত্বরে তিন দিকে লোহার রড দিয়ে তৈরী রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) দুুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা থেকে মৌলভীবাজার সড়ক, হবিগঞ্জ সড়ক ও ষ্টেশন সড়কে মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক অহমেদের পরামর্শে এ ডিভাইডার স্থাপন করেন শ্রীমঙ্গল ট্রাফিক ইন্সিপেক্টর মো. আবু সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন টিএসআই আইয়ুব মনির,এ টিএসআই সাখাওয়াত, হাবিবুর রহমান, কনস্টেবল সঞ্জয় কুমার ও কালাম মিয়া।
এ সময় উল্লেখিত সড়ক গুলোতে পার্কিং নিষেধ লেখা বেশ কিছু সাইনবোর্ডও প্রতিস্থাপন করা হয়। উল্লেখ্য সম্প্রতি শ্রীমঙ্গল শহরে যানজট বেড়ে গেলে তা নিরসনে এ উদ্যোগ নেয়া হয় বলে জানান টিআই আবু সাঈদ।
ডিভাইডার হওয়ায় গাড়ীগুলা সহজে ও সু-শৃঙ্খলভাবে চলাচল করতে পারবে বলে জানান, মো: আলী আসগর ৷ স্হানীয় বাসিন্দা গোলাম হোসেন ভুট্টু জানান, এটা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধি করেছে ও যানজট নিরসনে সহায়ক ভূমিকা রাখবে ৷