বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

বাহুবলে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে কৃষি জমি

এম সাজিদুর রহমান, নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলার স্ন্নানঘাট গ্রামের পশ্চিম দিকে ‘কাজী ফার্ম’ নামের একটি কোম্পানী বিশাল এলাকা জুড়ে বালু ভরাট করার নামে শত শত কৃষি জমি বিনষ্ট করছে। এখানে ফার্ম করার নামে প্রায় দেড়’শ একর জমি ক্রয় করে তা বালু দ্বারা ভরাট করতে স্থানীয় কৃষকদের জমি থেকে থেকে ৮-১০টি শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। এতে ওই বালু আশপাশের কৃষকের অনুমতি ছাড়াই তাদের জমির উপর দিয়ে পাইপের মাধ্যমে কোম্পানীর জমিতে নেয়া হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে বালু উত্তোলন করতে এতই গভীর করা হচ্ছে যে, পার্শ্ববর্তী মালিকানা জমি ভেঙ্গে তা একাকার হয়ে পড়ছে। এ অবস্থায় কৃষকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেটকে ম্যানেজ করে নির্বিঘ্নে বছর ধরে কাজী ফার্ম অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে বলে জানা গেছে। তাদের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকরা প্রতিবাদ করলেও তারা প্রভাবশালীদের হুমকীর কারণে সফল হচ্ছে না। ফলে চলতি মৌসুমে বোরো আবাদ অনিশ্চয়তায় পড়েছে। এমনকি স্থানীয় এলজিইডির রাস্তার পাশে বালু উত্তোলন করায় গুরুত্বপূর্ণ এ সড়কটি হুমকির মুখে পড়েছে। যে কোন সময় রাস্তা ধসে পড়তে পারে। কাজী ফার্মের এমন জনস্বার্থ বিরোধী কার্যক্রমের ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছেন স্থানীয় কৃষকরা।

এ ব্যাপারে প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের পক্ষে তালেব আলী সম্প্রতি বাহুবল উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ইউএনও স্নিগ্ধা তালুকদার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com