বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : বাহুবল উপজেলার মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থী ও গভর্নিংবডির উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১টায় এক সংবর্ধনার আয়োজন করা হয়। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ও রবিন্দ্র স্মৃতি পুরস্কার ২০১৯ পদকে ভূষিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গভর্নিংবডির সভাপতি নীরঞ্জন সাহা নীরু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল হাশিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসকার আলী, মিরপুর এফএন হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ মীর মাহমুদুল হোসেন, মিরপুর কলেজের প্রভাষক আব্দুল হাই ভূইয়া, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক প্রভাষক আইয়ূব আলী, সানশাইন মডেল হাই স্কুলের পরিচালক এম শামসুদ্দিন, ভুলকোট হাই স্কুলের প্রধান শিক্ষক মানিক মিয়া, শাহজালাল হাই স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আলী, মানব কল্যাণ হাই স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, বিশিষ্ট মুরুব্বি আইয়ুব আলী খান, অভিভাবক সদস্য আব্দুল মতিন, সাংবাদিক এম সাজিদুর রহমান, মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজহারুল ইসলাম মোয়াজ, পিটিএ কমিটির সভাপতি সমুজ আলী রানা, সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক শশাঙ্ক দত্ত, পাঁচ গ্রাম নেতা ফয়সল আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক হাবিবুর রহমান ও উপস্থাপনায় ছিলেন প্রভাষক সুলতান আহমেদ। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তির হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com