রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

সানশাইন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুরে অবস্থিত সানশাইন মডেল হাই স্কুলে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অালিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের সহকারি অধ্যাপক হোসাইন আহমেদ। সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন সংগীত শিক্ষক এস. এম. মনিরুল ইসলাম ও নৃত্য সংগীত বাছির আহমেদ।

সার্বিক দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের উপদেষ্ঠা হরেন্দ্র কুমার দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ রনধীর চক্রবর্তী।

বুধবার (২২ জানুয়ারি) ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মহিউদ্দিন আহমেদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com