মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : কাতারে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করেছে দেশটি। কাতার ও বাংলাদেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ সচিব মোহাম্মদ সেলিম রেজার নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা কাতারে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন।
এর ফলে দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আবারও চালু হল কাতারের শ্রমবাজার।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, কী প্রক্রিয়ায়, কত খরচে এবং কবে থেকে কর্মী নেয়া শুরু হবে, তা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের চলমান এই বৈঠকে চূড়ান্ত পরে জানানো হবে।
২০১৭ সাল থেকে কাতারে শ্রমবাজার সঙ্কুচিত হয়ে যায়। পরে একেবারেই বন্ধ করে দেয় দেশটির সরকার। তাদের অভিযোগ ছিল, বাংলাদেশের শ্রমিকরা দক্ষ নয়। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে কাতার। যার জন্য বিপুল পরিমাণ শ্রমিকের প্রয়োজন দেশটিতে।