বুধবার, ০৮ মে ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন

মাধবপুরে মাইক্রোবাসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাসে করে গাঁজা পাচারের সময় শফিক মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে মাধবপুর-মনতলা সড়কের পৌরসভার নোয়াগাঁও এলাকার অভিযান চালিয়ে মাইক্রোবাসসহ তাকে  গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মদক ব্যবসায়ী উপজেলার শ্রীধরপুর গ্রামের সবুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই আব্দুস সাত্তারের নেতৃত্বে একদল পুলিশ সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাস ঢাকা মেট্টো-গ-১৪-১১৮২ যোগে গাঁজা পাচারের সময় পুলিশ উল্লে­খিত স্থানে উৎপেতে থেকে  মাইক্রোবাসটি আটক করে তল­াশী চালিয়ে ২০ কেজি গাঁজা জব্দ করে। এ সময় গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শফিক মিয়া (৩০) গ্রেফতার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত শফিক মিয়াকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com