বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার : বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী জাতীয় নাট্যোৎসব শুরু হয়েছে ৷ এ নাট্যেৎসবের শুরুতে প্রথম দিন মঞ্চ নাটক ‘আশরাফুল মাখলুকাত মঞ্চায়িত হয় ৷

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের ভানুগাছ রোডস্থ মহসিন অডিটোরিয়ামে আয়েজিত এ নাট্যেৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি ৷ এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক অবিনাস আচ্যার্য ও বিশিষ্ট্য নাট্য ব্যাক্তিত্বরা ৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজয়ী থিয়েটারের সভাপতি এবং গ্রুপ থিয়েটার ফেডারেশন মৌলভীবাজার জেলার উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব দেলোয়ার মামুন ৷

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শ্রীমঙ্গল নৃত্যালয় ও নৃত্যাঙ্গনের পরিবেশনায় এক মনুমোগ্ধকর নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই নাটকের গল্পে দেখা যায়, গ্রামের ছেলেরা নেশা করছে, নেশার টাকা শেষ হয়ে গেলে বখাটে যুবক বন্ধুদের নেশা করানোর জন্য টাকার ব্যবস্থা করবে বলে তার মায়ের কাছে যায়, টাকা চায় মা টাকা না দিলে মাকে মারধর করে টাকা নিয়ে আসে নেশা করার জন্য। এরই সূত্র ধরে গ্রামের কেরামতের চায়ের দোকানে এই বিষয় নিয়ে গ্রামের লোকজনের মধ্যে আলাপ, আলোচনা হয়। তারা বখাটে যুবকের অপরাধ সহ মানুষের সৃষ্টির সকল অপকর্ম, অমঙ্গল, অন্যায়, অত্যাচার, অবিচার এই সবের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ানো কথা বলে, এমন সময় বখাটে যুবক আসে, এসে সবার সম্মুখে চা দোকানদার কেরামতকে মারধর করে টাকা নিয়ে যায়, কিন্তু তখন সবাই চুপচাপ হয়ে যায়, কেউ এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, সবাই পেছনে পেছনে দেশ পরিবর্তনের কথা বলে, সামনে কেউ প্রতিবাদ করে না, কেরামত এ নিয়ে কথা বলে, আমরা সবাই সুবিধা বাদী, পেছনে শুধু সমালোচনা করি, এই সব সৃষ্টির সেরা জীবদের কর্মকান্ড দেখে কেরামত মানতে পারে না, তখন এক অপরিচিত যুবকের আগমন ঘটে এবং সে অভিনয় করে অজ্ঞান হয়ে যায়, দেখে মানুষজন থাকে কি সাহায্য করে? গ্রামের লোকজন সবাই রোগী ভেবে সাহায্য করে থাকে বাঁচিয়ে তুললেন, সেই অপরিচিত যুবক তখন সবাইকে বলে, আপনারা আমাকে যে ভাবে বাঁচিয়ে তুললেন, ঠিক সেই ভাবে আমাদের গুণে ধরা সমাজ, ও দেশকে বাঁচিয়ে তুলতে পারেন।

আমরা “আশরাফুল মাখলুকাত” সৃষ্টির সেরা জীব। ভাল, মন্দ দুটোই আমাদের হাতে, শুধু কোন পথ বেঁচে নিবো সিদ্বান্ত আমাদের। এ ভাবেই এই নাটকের গল্প শেষ হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com