রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক: মৌলভীবাজারে বিশেষ অভিযান চালিয়ে নাশকতার বিভিন্ন মামলায় জামায়াত-শিবিরের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ ডিসেম্বর) দিনগত রাত থেকে রোববার (১০ ডিসেম্বর) ভোর পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মৌলভীবাজার সদর থানায় সাতজন, কুলাউড়া থানায় পাঁচজন, জুড়ি থানায় দু’জন, বড়লেখায় চারজন ও রাজনগর থেকে একজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানা যায়।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহজালাল বিষয়টি নিশ্চিত করেছেন।