শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মাঝে ছিল জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিক্রিতিতে পুস্পার্ঘ প্রদান, ভিক্ষুক পূনর্বাসন, গৃহীদের গৃহ প্রদান প্রভৃতি।
দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন মিরপুর আলিফ-সোবহান কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিক্রিতিতে পুস্পার্ঘ প্রদান করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যান্য কর্মসূচি শেষে বিকেলে অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিক ভাবে বিক্ষুক পূনর্বাসন ও গৃহ হীনদের মাঝে গৃহের চাবি বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খিস্টফার হিমেল রিছিল, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, ডেপুটি কমান্ডার হাজী মোঃ নূর মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূসরাত-এ-ইলাহী, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ভিক্ষুকদের মাঝে সেলাই মেশিন, চা-পান বিক্রির বক্স ও সরঞ্জাম, ছাগ, মাছ ধরার জাল, ডিম পাড়া মুরগি, নগদ অর্থ ও গৃহহীনদের সরকারী অর্থায়নে নির্মিত ঘরের চাবি প্রদান করা হয়।