শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিও এবং ভেন্টিলেশন স্থাপন হচ্ছে

আইসিও বেড স্থাপন প্রক্রিয়া ও করোনা রোগীদের ওয়ার্ড পরিদর্শনে স্থানীয় জনপ্রতিনিধিরা।

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ তাজুল ইসলামের ব্যক্তিগত অনুদানে ৪০ লাখ টাকা ব্যয়ে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ডে দু’টি আইসিও বেড স্থাপিত হচ্ছে।

করোনাভাইরাস (COVID-19) আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে আলাদা ওয়ার্ড প্রস্তুত ও বেড স্থাপনের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে দু’টি আইসিও বেড ও চারটি ভেন্টিলেশনসহ করোনা ওয়ার্ডের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি লাকসামে এসে পৌঁছেছে। এলজিআরডি মন্ত্রীর এমন উদ্যোগের প্রশংসা করেন লাকসামের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসিও বেড স্থাপন প্রক্রিয়া ও করোনো রোগীদের ওয়ার্ড পরিদর্শন করেন- লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম সাইফুল আলম, ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, পৌরসভার প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার প্রমুখ।

রাজনীতিবিদ অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা বলেন, লাকসামের সরকারি-বেসরকারি কোন হাসপাতালে আইসিইউ বেড নেই। লাকসাম-মনোহরগঞ্জ তথা দক্ষিণ কুমিল্লার রোগীদের সুবিধার্থে স্থাণীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ব্যক্তিগত অনুদানে ৪০ লাখ টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ীভাবে দু’টি আইসিইউ বেড ও ৪টি ভেন্টিলেশন স্থাপনের যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে মন্ত্রী মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী জানান, লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আলাদা ওয়ার্ড প্রস্তুত ও দু’টি আইসিও বেড স্থাপনের কাজ শুরু হয়েছে। রোগীদের সর্বোচ্চ মানবিক সেবা দিতে আমরা বদ্ধপরিকর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com