রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিল একঝাঁক তরুন ছাত্রলীগ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে পুরো পৃথিবী আজ কঠিন সময় পার করছে। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে রেহাই পায়নি। যার কারণে দেশে অলিখিত লকডাউন চলছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও ঔষধের দোকান ব্যতিত সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বন্ধ। এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষজন।

এমন অবস্থায় সাহায্য নিয়ে এগিয়ে এসেছে এম. এ রহিমের নেতৃত্বে একঝাঁক তরুণ ছাত্রলীগ। নিজ উদ্যোগে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌছে  দিয়েছে খাদ্যসামগ্রী। বাহুবল উপজেলার ৭টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের ৩৫০টি অসহায়, দরিদ্র, নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে তারা।

খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ১নং স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আলম, ৫নং লামাতাশী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল হক, উপজেলা ছাত্রলীগ নেতা এম. এ রহিম, ফয়ছল আহমেদ, জুনাইদ আহমেদ, জীবন আহমেদ, শিক্ষানবিশ আইনজীবী আলামীন, তুফায়েল মুন্সি, খালেদ মাহমুদ, আহমেদ তুহা প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com