সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ:  লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের নেতা নুর চুনারুঘাটে বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত চুনারুঘাটের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার সচিব পদে পদোন্নতি বাহুবলে দলিল লিখক সমিতির নয়া কমিটি গঠিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার চুনারুঘাট পকেট কমিটির প্রতিবাদে ঝাড়ু মিছিল মিরপুর বাজারে বিএনপির পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল যাদের জন্য ১৫ বছর লড়াই করলাম, তারাই আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

গাজায় গণহত্যার প্রতিবাদে ক্ষোভে উত্তাল বাহুবল

মনিরুল ইসলাম শামিম : গাজায় গণহত্যার প্রতিবাদে ক্ষোভে উত্তাল বাহুবল উপজেলা। উপজেলার বিভিন্ন স্থানে গতকাল সোমবার দিনভর ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে শত শত মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। তারা একই সুরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই বর্বরতায় ক্ষোভ, ঘৃণা প্রকাশ করেছেন। পাশাপাশি ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের নিন্দাও জানিয়েছে বিক্ষোভকারীরা।


সোমবার বাদ আছর উপজেলা সদরস্থ কাসিমুল উলুম মাদরাসা থেকে খাদিমুল কোরআন পরিষদ বাহুবল-এর উদ্দ্যোগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারীরা মধ্যবাজারে এক পথ সভায় মিলিত হন। খাদিমুল কোরআন পরিষদ বাহুবল-এর সভাপতি মাওলানা আজিজুর রহমান মানিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল খালিক চলিতাতলী। বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আব্দুল আহাদ আজাদ, প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ূম জাকি প্রমুখ। এ বিক্ষোভ মিছিলে আলেম-উলামা, মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সিএনজি-টমটমসহ বিভিন্ন পরিবহণ সংগঠনের নেতাকর্মী সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সোমবার সকালে উপজেলা সদরে বাহুবল কলেজসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান, মিরপুর বাজারে সানশাইন মডেল হাই স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com