মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরুর বিরুদ্ধে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। সোমবার (২০ এপ্রিল) মোঃ আকলাক আহমেদ প্রিয় নামে এক ব্যক্তি জেলা প্রশাসক বরাবরে এক লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ নিয়ে ইউনিয়ন জুড়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিযোগে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরু তার ইউনিয়নে ৭ টন দুই শত ৫০ কেজি চাল বরাদ্দ পান। তিনি ৪ দফায় মোট ৫ টন দুই শত ৫০ কেজি চাল বিতরণ করেন। অবশিষ্ট ২ টন ত্রাণের চাল বিতরন না করে আত্মসাৎ করেছেন।
এমনকি ৩১ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত হতদরিদ্র মহিলাদের মধ্যে অবশিষ্ট ২ টন চাল বিতরণ করা হয়নি।
এপ্রেক্ষিতে লস্করপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাসিন্দা মোঃ আকলাক আহমেদ প্রিয় নামের এক সাংবাদিক ইউপি চেয়ারম্যান হিরুর বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ এনে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়া হবিগঞ্জ স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এমপিকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে অভিযোগকারী প্রিয় এ প্রতিনিধিকে জানান।
এ ব্যাপারে জেলা প্রশাসক কামরুল হাসান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সাংবাদিক প্রিয় আরো জানান, খাদ্য গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে মোবাইলে কথা বললে তিনি তাকে জানিয়েছেন, মার্চ মাসের চাল এখন কেবল এপ্রিল মাসে বিতরনের জন্য খাদ্য গুদামে রয়েছে। প্রশ্ন উঠেছে মার্চ মাসের ৭ টন দুই শত ৫০ কেজি চাল বরাদ্দ দেওয়া হলেও ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো বরাদ্দ কৃত ৫ টন দুই শত ৫০ কেজি বিতরণ করেন। অবশিষ্ট ২ টন আত্মসাৎ করেছেন । প্রধানমন্ত্রীর বক্তব্য চাল চোরদের রেহাই নাই ঐ কথাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাস্তবে প্রতিফলিত হবে !
করোনা মহামারী আসার পর থেকে হবিগঞ্জে ত্রান নিয়ে প্রায়ই ঘটছে একের পর এক লঙ্ককান্ড! এখন পর্যন্ত অসংখ্য কর্মহীন মানুষ ত্রান না পেয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন।