বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

লাকসামে লকডাউনে থাকা পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : লাকসাম পৌরসভার উত্তর লাকসাম বেলতলি গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হওয়ায় ওই গ্রামের ৪০টি পরিবারকে লকডাউন করেছে প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) লাকসাম পৌরসভা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ আবদুল আজিজ লকডাউনে থাকা ওই পরিবারগুলোকে চাল, ডাল, তেলসহ কয়েক প্রকার সবজি প্রদান করে সহায়তা করেছেন।

জানা গেছে, ওই গ্রামের একটি মসজিদে থাকা অস্থায়ী এক মুয়াজ্জিনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। ওই সময় আক্রান্ত ব্যক্তি এলাকায় ঘুরে বেড়িয়েছেন। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়লে প্রশাসন পুরো গ্রামের ৪০ পরিবারকে লকডাউন করে দেয়। এতে খেটে খাওয়া ওই পরিবারগুলো কর্মহীন ও গৃহবন্দি হয়ে পড়ে। তাদের মানবিক সহয়তার অংশ হিসেবে আওয়ামীলীগ নেতা আবদুল আজিজ নিজস্ব অর্থায়নে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবদুল আজিজ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের নির্দেশনায় আমি ইতোমধ্যে সাধ্যমত অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এদিকে লকডাউনে পড়া এই মানুষগুলো আমার ওয়ার্ডের বাসিন্দা। এদের দুরবস্থার কথা চিন্তা করেই আমি এই খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছি। অন্ততঃ প্রতিবেশী হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com