বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বাংলাদেশের পাশে চিকিৎসা সামগ্রী নিয়ে সংযুক্ত আমিরাত

হাজী আব্দুল বাছিত আরব আমিরাত থেকে : কোভিড ১৯ করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়ালো সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের জন্য সাত মেট্রিক টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে দেশটি। এসব চিকিৎসা সামগ্রী অন্তত সাত হাজার চিকিৎসকের কাজে লাগবে।

গতকাল বৃহস্পতিবার আল ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে এসব চিকিৎসা সামগ্রী পাঠানো হয়। কোভিড-১৯ এর মোকাবেবেলা করার জন্য বাংলাদেশে এ সামগ্রী পাঠিয়েছে আমিরাত।

চিকিৎসা সামগ্রী সহায়তার ব্যাপারে বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মুহারি বলেন, বাংলাদেশে কোভিড-১৯ এর বিরুদ্ধে চিকিৎসা উপকরণের প্রয়োজনীয়তা মেটাতে আরব আমিরাত প্রস্তুত। আজকের এই সহায়তার মধ্যে দিয়ে বাংলাদেশের চিকিৎসা পেশাদাররা ভাইরাসের বিস্তার ঠেকাতে যে স্মরণীয় লড়াই করছেন তাতে সামিল হয়েছে সংযুক্ত আরব আমিরাত ।

প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত এ পর্যন্ত ৩৩টি দেশে ৩৪১ মেট্রিক টন চিকিৎসা সামগ্রী সহায়তা পাঠিয়েছে। এসব চিকিৎসা সামগ্রী অন্তত তিন লাখ ৪১ হাজার চিকিৎসা পেশাদারদের সহায়তা করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com