বাহুবল প্রতিনিধি: বাহুবলে কৃষি ব্যাংকের উদ্যোগে প্রকাশ্যে ঋণ আদায় ও বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বুধবার (১৪ মার্চ) সকাল ১০ টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক বাহুবল শাখার ব্যবস্থাপক (এসপিও) মাহমুদুল হাসান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক হবিগঞ্জ জেরার মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (জিডিএম) রাজীব চন্দ্র সাহা। অনুষ্ঠানে ব্যাংক শাখার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকগণ অংশগ্রহণ করেন। বক্তারপুর এলাকার ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুল করিম ও বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ূন কবির-এর সার্বিক সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত সকলের সাথে কৃষি ঋণের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতায় ঋণ বিতরণ ও ঋণ দায় কার্যক্রম সম্পন্ন করা হয়। মতবিনিময়কালে প্রধান অতিথি কৃষি ব্যাংক হবিগঞ্জ জেরার মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (জিডিএম) রাজীব চন্দ্র সাহা বলেন, এভাবেই দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষি ব্যাংক কৃষি ঋণ বিতরণের মাধ্যমে দেশের কৃষি অর্থনীতিকে চাঙ্গা করার প্রয়াশ গ্রহণ করেছে।