বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

আরও ৫ জনের মৃত্যু, মোট শনাক্ত প্রায় ৯ হাজার

তরফ নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৭৫। এ ছাড়া, আক্রান্ত আরও ৫৫২ জনকে শনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত আট হাজার ৭৯০ জনকে শনাক্ত করা হয়েছে।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ১৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৮২৭টি। এর মধ্যে ৫৫২ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন আট হাজার ৭৯০ জন। মারা গেছেন আরও পাঁচ জন। তাদের মধ্যে তিন জন পুরুষ ও দুই জন নারী। তারা সবাই ঢাকার অধিবাসী ছিলেন। এখন পর্যন্ত মারা গেছেন ১৭৫ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com