সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

স্মৃতি ও প্রতিবাদের প্রতীক হয়ে উঠল বাহুবলের মিনি স্টেডিয়াম

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো এক নতুন ইতিহাস। যে মাঠে প্রতিদিন তরুণদের ঘাম ঝরে খেলাধুলার আনন্দে, সেই শেখ রাসেল মিনি স্টেডিয়াম আজ রূপ নিল স্মৃতি, প্রতিবাদ ও আত্মত্যাগের প্রতীকে। ছাত্রসমাজের উদ্যোগে স্টেডিয়ামটির নতুন নামকরণ করা হয়েছে ‘শহীদ ওসমান হাদী মিনি স্টেডিয়াম’।
সোমবার দুপুরে বিপ্লবী ছাত্র-জনতার উপস্থিতিতে স্টেডিয়াম প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে স্লোগান ও আবেগে। পুরোনো নামফলক সরিয়ে নতুন নামসংবলিত ব্যানার স্থাপন করা হয়। মুহূর্তটিতে উপস্থিত অনেকের কণ্ঠে উচ্চারিত হয় শহীদ ওসমান হাদীর সাহসী জীবন ও আত্মত্যাগের কথা।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন এক প্রতিবাদী কণ্ঠ। নিজের বিশ্বাসের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। তার নামেই এই ক্রীড়া স্থাপনার নামকরণ নতুন প্রজন্মকে ন্যায়, সাহস ও প্রতিবাদের চেতনায় উজ্জীবিত করবে।
বক্তারা আরও বলেন, একটি স্টেডিয়াম শুধু খেলাধুলার স্থান নয় এটি তরুণদের চরিত্র গঠনের ক্ষেত্র। তাই এই নামকরণের মাধ্যমে শহীদ ওসমান হাদীর আদর্শ প্রতিদিন তরুণদের সামনে জীবন্ত হয়ে থাকবে।
সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়, এই নামকরণকে দ্রুত সরকারি স্বীকৃতি দিয়ে ইতিহাসের এই অধ্যায়কে স্থায়ী রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com