রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

লাকসামে আ’লীগ নেতা আবদুল আজিজের উপহার সামগ্রী বিতরণ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় এক হাজার পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন পৌরসভা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ।

নিজস্ব অর্থায়নে সামাজিক দূরত্ব মেনে শুক্রবার (৮ মে) ৪নং ওয়ার্ডের পেয়ারাপুর, জেলে পাড়া, উত্তর লাকসাম, বেলতলিসহ পুরো ওয়ার্ডে কর্মহীন, অসহায়, হত-দরিদ্র ও স্বেচ্ছায় গৃহে থাকা এক হাজার পরিবারের মাঝে এ মানবিক খাদ্য সহায়তা দেয়া হয়। এতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সদস্য মাসুদ পারভেজ রনি, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মানিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-প্রচার সম্পাদক মাসুদ পারভেজ, ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া, বাচ্চু মিয়া প্রমুখ।

এর আগেও তিনি উত্তর লাকসাম বেলতলিতে লকডাউনে থাকা ৪০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

আওয়ামী লীগ নেতা আবদুল আজিজ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির নির্দেশনায় আমি আমার সাধ্যমত এলাকার অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের দেশে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ার পর থেকে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়ে গৃহবন্দি হয়ে আছে। এতে খেটে খাওয়া ওই পরিবারগুলো দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছে। মানবিক সহয়তার অংশ হিসেবে আমার এ সামান্য প্রয়াস কিছু খাদ্য সামগ্রী উপহার হিসেবে তাদের মাঝে বিতরণ করেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com