রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

রুবেল আহমেদ চৌধুরী সামনের সারির করোনা যোদ্ধা: কন্ঠশিল্পী আশিক

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে মানবিকতায় দৃষ্টান্ত স্থাপন করছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী।

তার এ মানবিকতা, পরিশ্রম ও সাহসীকতা দেখে নিজের ফেসবুক আইডিতে একটি লেখা পোষ্ট করেছেন হবিগঞ্জের প্রিয়মুখ, চ্যানেল আই সেরা কন্ঠের শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক। তরফ নিউজ পাঠকদের জন্য লেখাটি হুবহু তুলে ধরা হল।

রুবেল আহমেদ চৌধুরী একজন সামনের সারির করোনা যোদ্ধা। রাজনৈতিক পরিচয়ে সে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক।

রাজনৈতিক পরিচয়ের বাহিরে তার একটা বড় পরিচয় হচ্ছে, ভদ্র নম্র ও মিষ্টভাষী। যেকারণে রুবেল হবিগঞ্জ জেলার সকল শ্রেণির মানুষের কাছে নির্ভেজাল লোক হিসেবে পরিচিত।

আমার সাথে রুবেলের বন্ধুত্ব বহু বছরের। ছোট বেলা থেকেই সে রাজনীতির সাথে জড়িত।কিন্তু এত বছরের পরিচয়ে আমি তাকে কারো সাথে ঝগড়া করাতো দুরের কথা কাউকে একটা গালি দিতেও শুনিনি! যদিও সে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত কিন্তু সে সকল রাজনৈতিক দলের নেতাদের কাছেই অনেক আদরের।

তাকে নিয়ে লিখবো অনেক দিন ধরেই ভাবছিলাম,
তাই আজ লিখতে বসলাম, অবশ্য আজকে লেখারও একটা উদ্দেশ্য আছে।

করোনার লকডাউনের আগে থেকেই রুবেল মাঠে আছে অসহায় মানুষের সাহায্যার্থে। বিভিন্ন সময় চাল, ডাল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের সাথে নগদ অর্থও প্রদান করে। প্রায় প্রতিদিনই কোননা কোন ভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে।

আজ দেখলাম গ্রাম থেকে এক ট্রাক ভর্তি কাচা শাক সবজি নিয়ে এসে মানুষের মাঝে বিতরনণ করছে।
সে খুঁজে বের করছে মানুষের কিসের অভাব এবং সেই জিনিস গুলোই মানুষের হাতে পৌঁছে দিচ্ছে ।

রাজনৈতিক স্রোতের উল্টোপথের যাত্রী হয়েও যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে তাতে তাকে দোয়া এবং ভালোবাসা ছাড়া আমার আর কিছুই দেয়ার নেই। রুবেল চৌধুরী হতে পারে আমাদের একজন শিক্ষনীয় ব্যক্তিত্ব।

রুবেল চৌধুরী খুব ভালো করে অনুধাবন করে,
“রাজনীতি মানুষের কল্যাণের জন্য;
রাজনীতির কল্যাণে মানুষ নয়।”

তোর জন্য অনেক অনেক ভালোবাসা, ভালো থাকিস সব সময় বন্ধু। এভাবেই অসহায় মানুষের কল্যাণে নিজেকে বিলয়ে দিস।

জয় হোক মানবতার,
অন্তত আমি এতটুকুই বুঝি,
“সবার উপরে মানুষ সত্য,
তাহার উপরে নাই।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com