মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে নতুন করে আরো ৬৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর এ নিয়ে জেলায় মোট আক্রাক্রের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৯৮৭ জনে।
মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্বল।
তিনি জানান, গত ১১, ১২ ও ১৩ জুলাই সিলেটে পাঠানো নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ৩৪ জন, নবীগঞ্জ উপজেলায় ১১ জন, বাহুবল উপজেলায় ৫ জন, বানিয়াচং উপজেলায় ৫ জন, মাধবপুর উপজেলায় ৪ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ৪ জন ও লাখাই উপজেলায় ২ জন রয়েছে।
ডেপুটি সিভিল সার্জন আরো জানান, জেলায় এ পর্যন্ত মোট ৯৮৭ জন শনাক্ত হলেও সুস্থ হয়েছে ৪৩০ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।