রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

বাহুবলে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি : বাহুবলে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী দানিছ মিয়া (২৮) কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার পুটিজুরী ইউনিয়নের দিগাম্বর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দানিছ উপজেলার মীরের পাড়া গ্রামের আরমান আলীর পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই ফুয়াদ আহমেদ ও এএসআই আবু সাইদ মন্ডলের যৌথ নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দ্বিগাম্বর বাজারে অভিযান চালিয়ে দানিছ মিয়াকে গ্রেফতার করে। সে জিআর ১৮৩/১৪ নং মামলার সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামী দানিছ মিয়াকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com