বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (০২ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা তালুকদার টাওয়ারস্থ পালকি কমিউনিটি সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক জিতেন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অসীম কুমার আচার্য্যরে পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেব।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট নারদ চন্দ্র গোপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট ঝন্টু চন্দ্র দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি নিশি কান্ত গোপ, দোলন দাশ, অনুকুল দাশ, সাধারণ সম্পাদক সত্যেন্দ্র চন্দ্র দাশ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ মজিদ তালুকদার, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি বিকাশ দেব, জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কৌশিক আচার্য্য, হবিগঞ্জ পৌর ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক বিজয় চন্দ্র দাশ।
বক্তব্য রাখেন সুধাংশু চন্দ্র পাল, ধীরেন বিশ্বাস, নির্মল চন্দ্র সূত্রধর, রাজিব দেব নাথ, নিপেন চাষা, মুহিত লাল দাশ, নিপেন্দ্র লাল দাশ, রিপন আচার্য্য, পিয়ারী লাল রবিদাশ প্রমুখ। সম্মেলনে গীতা পাঠ করেন বাবু রিপন চন্দ্র আচার্য্য।
সম্মেলনে সর্বসম্মিতক্রমে জিতেন্দ্র চন্দ্র দেব কে সভাপতি, অসীম কুমার আচার্য্য কে সাধারণ সম্পাদক, শ্যামল দাশ কে সাংগঠনিক সম্পাদক ও নির্মল সূত্রধর কে অর্থ সম্পাদক করে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সি আর দত্ত, নিখিল চন্দ্র গোপ, অনাথ বন্ধু আচার্য্য, মতিন্দ্র লাল দাশর মৃত্যুতে বিশেষ প্রার্থনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি