বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

মাধবপুরে গরুচুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে গরু চুরি করতে গিয়ে ধরা খেয়ে জনতার গণপিটুনিতে মাছুম মিয়া (৩০) নামে যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাছুম মিয়া মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের বক্কর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, একটি সংঘবদ্ধ চোরের দল সোমবার ভোররাতে মাধবপুর উপজেলার ছাতিয়াই এলাকায় গরু চুরি করতে যায়। এ সময় তারা ওই এলাকার আব্দুল মতিন মিয়ার গোয়াল ঘর থেকে গরু চুরি বাহিরে বের করলে বিষয়টি এলাকাবাসী আঁচ করতে পারে। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করলে সাথে থাকা সব চোর পালিয়ে গেলেও মাছুম মিয়া ধরা পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে ছাতিয়াইন ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি ইকবাল হোসেন আরও জানান- এ ঘটনায় গরুর মালিক আব্দুল মতিন বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com