শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক : মঙ্গলবার (৬ অক্টোবর) ৩০০ যাত্রীকে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। এয়ারলাইন্সের নোটিশ বোর্ডে এ তথ্য জানানো হয়।
সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, মঙ্গলবার হলুদ রঙের ৮৫১ থেকে ১১৫০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হবে। সকাল সাড়ে ৯টায় সৌদিগামীদের টিকিট রি-ইস্যু শুরু করেছে এয়ারলাইন্সটি। বর্তমানে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যাত্রীরা।
গত রোববার (৪ অক্টোবর) টোকেনের দাবিতে হোটেল সোনারগাঁওয়ে টিকিট প্রত্যাশীদের ঢল নামে। জনসমুদ্র হয় হোটেল সোনারগাঁও। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সোনারগাঁও। পরে ফরম দেওয়া হয় টিকিট প্রত্যাশীদের। তখন সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ফরম যাচাই বাছাই করে সোমবার (৫ অক্টোবর) থেকে যাদের ভিসার মেয়াদ কম, তাদের আগে টিকিট দেওয়া হবে।