কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট (হবিগঞ্জ) : চুনারুঘাটে এক রাতে অভিযান চালিয়ে ২০ জন পলাতক আাসামিকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাতে চুনারুঘাট থানার নবাগত ওসি আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আাসামী নারীসহ ২০ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রবিবার দুপুরে আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত কয়েক বৎসরের মধ্যে একই রাতে ২০ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গতকাল গ্রেফতার করা হয়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আশরাফ মুঠোফোনে আমাদের এ প্রতিনিধি কে জানান, আমি যোগদানের পর পরই চেষ্টা করছি চুনারুঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার। এই ধারা অব্যাহত রাখতে কাজ চলমান রাখবেন বলে তিনি জানান। তিনি বলেন মাদকের বিরুদ্ধে ও তার অভিযান অব্যাহত রয়েছে। তিনি চুনারুঘাটবাসীর সহযোগীতা চেয়েছেন।