বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
সিলেট :: সিলেটের বহুল প্রচারিত জনপ্রিয় দৈনিক সবুজ সিলেট পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন সাদিকুর রহমান সাকী। তিনি গত ১ সেপ্টেম্বর থেকে এ পদে নিয়োগ পান।
এছাড়াও সাদিকুর রহমান সাকী চ্যানেল আই ও রেডিও টুডের সিলেট প্রতিনিধির দ্বায়িত্ব পালন করছেন। ফ্রিল্যান্স লেখালেখির মাধ্যমে গণমাধ্যমে কাজ শুরু করলেও সাদিকুর রহমান সাকী সিলেটের প্রাচীনতম দৈনিক যুগভেরী দিয়ে সাংবাদিকতায় পা রাখেন।
সাদিকুর রহমান সাকী সিলেটের স্থানীয় দৈনিক শ্যামল সিলেট, দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র ও দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়াও তিনি জাতীয় দৈনিক ডেসটিনি ও দৈনিক আমার দেশের ঢাকা অফিসের স্টাফ হিসেবে কাজ করেছেন।