শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
মাজেদ আলী, পত্নীতলা (নওগাঁ): “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে পতœীতলায় উপজেলা সমবায় অধিদপ্তর ও উপজেলাধীন বিভিন্ন সমবায় সমিতির সমবায়ীদের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম জাতীয় সমবায় দিবস/২০ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা সভা কক্ষে শনিবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।
এসময় শুভেচ্ছা বক্তব্য দেন সমবায় অফিসার তসলিম উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাত), পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, নওগাঁ জেলা পরিষদের সদস্য শাহীন চৌধুরী, ফাতিমাজিন্না ঝর্না, আবুল কালাম আজাদ, উপজেলাধীন বিভিন্ন সমবায় সমিতির সমবায়ীদের মধ্যে যতিন টপ্প্য, মোখলেছুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা, সূধীজন, সমবায়ীগণ প্রমূখ।