শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর

চুনারুঘাটে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শহীদ অডিটরিয়াম প্রাঙ্গণে কেক কাটার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চুনারুঘাট পৌর শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি চুনারুঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে.এম আনোয়ার হোসেন এর পরিচালনা সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবলীগের প্রতিনিধি, জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর (রিমন), চুনারুঘাট উপজেলা যুবলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, নজরুল ইসলাম বাহার, দেওয়ান লুৎফুর রহমান লুতু, থানা যুবলীগের প্রাক্তন সভাপতি ও বর্তমান পৌর আওয়ামীলীগের সেক্রেটারী আবুল খায়ের, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মরতুজ আলী সর্দার, সাংগঠনিক সম্পাদক মীর নূরুল ইসলাম কবীর, সারোয়ার আলম আজাদ, আতাউর রহমান মিলন, রায়হান শামীম, চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক চুনারুঘাট পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নাজমুল ইসলাম বকুল, সাবেক ছাত্রনেতা ও চুনারুঘাট পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বজলুর রশীদ দুলাল, মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা মোক্তাদির কৃষাণ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, দপ্তর সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী খোকন, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম লোবন, চুনারুঘাট উপজেলা যুবলীগ নেতা জহির মোল্লা, আনোয়ার খান জামাল, লিজন লস্কর, সারওয়ার নেওয়াজ সেলিম, টিপু সুলতান, আব্দুল্লা আল মামুন, আব্দুল সালাম, জুনাইদ মিয়া, সাংবাদিক ফারুক মাহমুদ সহ উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ ও ১১টি ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com