মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শহীদ অডিটরিয়াম প্রাঙ্গণে কেক কাটার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চুনারুঘাট পৌর শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি চুনারুঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে.এম আনোয়ার হোসেন এর পরিচালনা সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবলীগের প্রতিনিধি, জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর (রিমন), চুনারুঘাট উপজেলা যুবলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, নজরুল ইসলাম বাহার, দেওয়ান লুৎফুর রহমান লুতু, থানা যুবলীগের প্রাক্তন সভাপতি ও বর্তমান পৌর আওয়ামীলীগের সেক্রেটারী আবুল খায়ের, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মরতুজ আলী সর্দার, সাংগঠনিক সম্পাদক মীর নূরুল ইসলাম কবীর, সারোয়ার আলম আজাদ, আতাউর রহমান মিলন, রায়হান শামীম, চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক চুনারুঘাট পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নাজমুল ইসলাম বকুল, সাবেক ছাত্রনেতা ও চুনারুঘাট পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বজলুর রশীদ দুলাল, মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা মোক্তাদির কৃষাণ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, দপ্তর সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী খোকন, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম লোবন, চুনারুঘাট উপজেলা যুবলীগ নেতা জহির মোল্লা, আনোয়ার খান জামাল, লিজন লস্কর, সারওয়ার নেওয়াজ সেলিম, টিপু সুলতান, আব্দুল্লা আল মামুন, আব্দুল সালাম, জুনাইদ মিয়া, সাংবাদিক ফারুক মাহমুদ সহ উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ ও ১১টি ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।